বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
The Daily Post

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫৪ ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় শনিবার কমপক্ষে ৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, “ভোর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ৫৪ জন নিহত হয়েছেন এবং বোমাবর্ষণ এখনও চলমান। ফলে এই সংখ্যা আরও বাড়তে পারে।”

আল জাজিরা আরবি-র প্রতিবেদনে বলা হয়েছে, গাজার মধ্যাঞ্চলে নুসাইরাত শরণার্থী শিবিরের পশ্চিমে একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে একাধিক মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হামলায় আরও অনেক মানুষ আহত হয়েছেন।

এই হামলা এমন এক সময় চালানো হলো, যখন তার একদিন আগেই গাজাজুড়ে চালানো আরেক দফা ইসরায়েলি হামলায় অন্তত ৫২ জন ফিলিস্তিনি নিহত হন।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শনিবার গাজার উত্তরে হামাস যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ৩৫ বছর বয়সী এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন।
টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গত ১৮ মার্চ গাজায় ইসরায়েলি হামলা পুনরায় শুরু হওয়ার পর থেকে নর্দার্ন ব্রিগেডের ট্র্যাকার পদমর্যাদার ওই সেনা প্রথম নিহত ব্যক্তি।

আহত পাঁচজন সেনার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

২০২৩ সালের ২৭ অক্টোবর গাজায় ইসরায়েলি স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৪১২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

ইতোমধ্যে হামাস ইসরায়েলি পক্ষের সাম্প্রতিক এক অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং যুদ্ধ বন্ধ ও বন্দী বিনিময়ের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ চুক্তির দাবি জানিয়েছে।

এর জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামলা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি ইসরায়েলি সেনাবাহিনীকে দৃঢ় প্রতিক্রিয়া জানাতে এবং হামাসের উপর চাপ বাড়াতে নির্দেশ দিয়েছি।”

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত কমপক্ষে ৫১ হাজার ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১ লাখ ১৬ হাজার ৫০৫ জন আহত হয়েছেন।

এদিকে গাজার সরকারি মিডিয়া অফিস দাবি করেছে, এখন পর্যন্ত ৬১ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ থাকায় মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে চালানো হামলায় কমপক্ষে ১,১৩৯ জন নিহত হন এবং ২০০ জনেরও বেশি ইসরায়েলি জিম্মি হন।

টিএইচ