বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ হামলায় আরও ৭৭ জন ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১৭৪ জন।

শনিবার (২১ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে নুসিরাত শরণার্থী শিবিরের একটি অ্যাপার্টমেন্টে অন্তত আটজন এবং জাবালিয়ায় অন্তত ১০ জন নিহত হয়েছে। এনিয়ে গত ২৪ ঘণ্টায় গাজা জুড়ে ৭৭ জন ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছেন। এছাড়াও এসব হামলায় আরও ১৭৪ জন আহত হয়েছেন।

এদিকে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর বর্বর হামলায় এখন পর্যন্ত প্রায় ১৩ হাজার শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ২০ হাজারেরও বেশি শিক্ষার্থী।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগ জানিয়েছে, গাজা-ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে এ পর্যন্ত ১৩ হাজার ৫০০ জন ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সদস্য আহত হয়েছে। এর মধ্যে এক হাজার ৫০০ জন দু’বার আহত হয়েছে। আহত সৈন্যদের ৩৭ শতাংশ অঙ্গ-প্রত্যঙ্গের আঘাতে ভুগছেন, যাদের বেশিরভাগই হাড়ে আঘাত পেয়েছে। এছাড়া, প্রায় ৫ হাজার ২০০ জন মানসিক রোগে ভুগছেন।

গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েলি হামলায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৪৫ হাজার ২০৬ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও এক লাখ ৭ হাজার ৫১২ জন।

অন্যদিকে, ইসরায়েলে হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন নিহত হয়েছে। বন্দি রয়েছে ২০০ জনেরও বেশি ইসরায়েলি নাগরিক।

টিএইচ