বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

গাজায় ইসরায়েলি হামলায় ৫১ ফিলিস্তিনির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় ইসরায়েলি হামলায় ৫১ ফিলিস্তিনির মৃত্যু

গাজায় হামলা চালিয়েই যাচ্ছে ইসরায়েল। শনিবার কমপক্ষে ৫১ ফিলিস্তিনিকে হত্যা করেছে সামরিক বাহিনী।

এছাড়া ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বেইত ফুরিকের অধিকৃত পশ্চিম তীরের গ্রামে হামলা চালিয়ে বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে।

এদিকে একটি বেসামরিক প্রতিরক্ষা কেন্দ্রে বিমান হামলায় ১২ জন উদ্ধারকারী নিহত হওয়ার ক্ষোভের মধ্যে দক্ষিণ নাবাতিহে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই লেবানিজ স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।

হিজবুল্লাহ দেশটির উত্তরে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। বন্দর শহর হাইফাতে অন্তত পাঁচজন আহত হয়েছে।

টিএইচ