রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

গাজায় ছয় বছরের মেয়ের মৃত্যুর ঘটনা ‘হৃদয়বিদারক’: তদন্ত চায় যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

গাজায় ছয় বছরের মেয়ের মৃত্যুর ঘটনা ‘হৃদয়বিদারক’: তদন্ত চায় যুক্তরাষ্ট্র

বেশ কয়েকদিন আগে সাহায্যের জন্য আবেদন জানানো ছয় বছর বয়সী গাজার মেয়ে হিন্দ রজবের মৃত্যুকে ‘হৃদয়বিদারক’ বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র।

এ ঘটনায় ইসরায়েলকে দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ‘শিশুটির জন্য এটি একটি ধ্বংসাত্মক, একটি হৃদয়বিদারক ঘটনা এবং অবশ্যই এই সংঘর্ষের ফলে আরও হাজার হাজার শিশু মারা গেছে।’

তিনি আরও বলেন,‘আমরা ইসরায়েলি কর্তৃপক্ষকে এই ঘটনার জরুরী ভিত্তিতে তদন্তের আহ্বান জানিয়েছি।’

টিএইচ