রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

ট্রাম্পের পরামর্শ: ‘ইলন মাস্ক আরও আক্রমণাত্মক হোন’

নিজস্ব প্রতিবেদক

ট্রাম্পের পরামর্শ: ‘ইলন মাস্ক আরও আক্রমণাত্মক হোন’

বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং টেসলার সিইও ইলন মাস্ককে ‘আরও আক্রমণাত্মক’ হওয়ার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাস্ক বর্তমানে যুক্তরাষ্ট্রের নতুন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) নেতৃত্বে রয়েছেন, যা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রতিষ্ঠিত হয়েছে।

রোববার এক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, ট্রাম্প টুইটারে মাস্ককে সরকারি ব্যয় হ্রাসের লক্ষ্যে আরও শক্তিশালী ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

ট্রাম্প বলেছেন, “ইলন দুর্দান্ত কাজ করছেন, তবে তাকে আরও আক্রমণাত্মক হতে চাই।”

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, “যুক্তরাষ্ট্রকে বাঁচানো দরকার এবং এই কারণে চূড়ান্ত লক্ষ্য হচ্ছে— যুক্তরাষ্ট্রকে আগের চেয়ে আরও বড় করা।”

টিএইচ