সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

‘তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ২৩ মিলিয়ন মানুষ ক্ষতির মুখে’

আন্তর্জাতিক ডেস্ক

‘তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ২৩ মিলিয়ন মানুষ ক্ষতির মুখে’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পে ২ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিনিয়র এমাজেন্সি অফিসার আদেলহেইদ মার্সশাঙ্গ বলেছেন, ‘ম্যাপ পর্যালোচনা করে দেখা গেছে দেখা গেছে এই ভূমিকম্পে ২ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতির মুখে পড়েছে। যাদের মধ্যে ৫০ লাখের অবস্থা খুবই খারাপ।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘তুরস্ক ও সিরিয়ায় মানুষের বাড়িঘর ও স্বাস্থ্য অবকাঠামো ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে।’

সিরিয়া ও তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সূত্র: আল জাজিরা

এবি