রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে ইমরান খান

সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘সরকারি পদের অযোগ্য’ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।

তাকে পাঁচ বছর ভোটে নিষিদ্ধ করে পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) দেওয়া রায়কে চ্যালেঞ্জ জানিয়ে  শনিবার (২২ অক্টোবর) ইসলামাবাদ হাইকোর্টে পিটিশন দাখিল করেছেন। এ খবর দিয়েছে জিও টিভি।

ইমরান খানের পক্ষে তার আইনজীবী আলী জাফর নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে পিটিশনটি দাখিল করেন। আবেদনে নির্বাচন কমিশনের আদেশকে ‘ভুল ধারণা’ ঘোষণা করে তা বাতিলের আহ্বান জানানো হয় হাইকোর্টের প্রতি।

পিটিশনটি সোমবার (২৪ অক্টোবর) গ্রহণ করবেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহ।

নিয়ম অনুযায়ী, বিদেশিদের কাছ থেকে পাওয়া উপহারসামগ্রীর তথ্য মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিতে হয়। ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ, তিনি উপহারের বিষয়ে ‘মিথ্যা বিবৃতি ও ঘোষণা’ দিয়েছেন। 

এতে তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়। এরপর পাকিস্তানজুড়ে ইমরান সমর্থকদের বিক্ষোভ শুরু হয়। 

টিএইচ