রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

পাকিস্তানে বাস খাদে পড়ে শিশুসহ নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানে বাস খাদে পড়ে শিশুসহ নিহত ২০

পাকিস্তানে জলাবদ্ধ গভীর খাদে মিনিবাস পড়ে যাওয়ার ঘটনায় ১১ শিশুসহ ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন।

বৃহস্পতিবার পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধুপ্রদেশে এ দুর্ঘটনা ঘটে। খবর এফপির।

শুক্রবার পুলিশ জানিয়েছে, দক্ষিণ পাকিস্তানে গভীর জলাবদ্ধ খাদে একটি মিনিবাস পড়ে গিয়ে ২০ জন নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন।

সিন্ধুপ্রদেশের স্থানীয় পুলিশ কর্মকর্তা খাদিম হোসেন এএফপিকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে সিন্ধুপ্রদেশে হাইওয়ের পাশে একটি পানিতে ভরা খাদে পড়ে যায় বাসটি। চলতি বছরের ভয়াবহ বন্যায় ওই এলাকাটি পানিতে ভেসে ছিল।

তিনি বলেন, চালক রাস্তায় ডাইভারশন সাইন দেখতে পাননি এবং এ কারণে বাসটি রাস্তা থেকে ২৫ ফুট গভীর খাদে পড়ে যায়।

টিএইচ