শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

পিটিআইয়ের বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদে ১৪৪ ধারা

আন্তর্জাতিক ডেস্ক

পিটিআইয়ের বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদে ১৪৪ ধারা

সম্প্রতি পাকিস্তানের নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে আজ (শনিবার) দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ইমরান খানের দল (পিটিআই)। বিক্ষোভে অংশ নেবে জামায়াত-ই-ইসলামীও (জেআই)। 

তারই মধ্যে এই বিক্ষোভ ঠেকাতে দেশটির রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। খবরটি নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) এক এক্স বার্তায় ইসলামাবাদ পুলিশ বলেছে, পিটিআইয়ের দেশব্যাপী বিক্ষোভ শুরুর আগে ‘হাই অ্যালার্ট’-এ রয়েছেন তারা। এরই অংশ হিসেবে রাজধানীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

পুলিশের বিবৃতিতে বলা হয়, এফ-৯ পার্কের কাছাকাছি ট্রাফিক বাড়তে পারে এবং জনসাধারণকে সেখানে অপ্রয়োজনীয় ভ্রমণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় কাউন্টার টেরোরিজম বিভাগের বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়াও জেলা শহরগুলোতেও টহল বাড়ানো হয়েছে এবং চেকিং কঠোর করা হয়েছে চেকপয়েন্ট গুলোতেও ।

টিএইচ