সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post
ইসরায়েলি অভিযান

ফিলিস্তিনিদের মৃত্যুর মিছিল বেড়েই চলেছে

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনিদের মৃত্যুর মিছিল বেড়েই চলেছে

ফিলিস্তিনের বিভিন্ন স্থানে চলছে ইসরায়েলি বাহিনীর বর্বর অভিযান। কোনোভাবেই থামছে না তাদের হত্যাচার, নির্যাতন ও হত্যাযজ্ঞ। এতে ক্রমেই দীর্ঘ হচ্ছে ফিলিস্তিনিদের মৃত্যুর মিছিল।

শুক্রবারও (৭ জুন) ইসারায়েলি বাহিনী দখলকৃত পশ্চিমতীরের শহর নাবলুসে অভিযান চালিয়েছে। এতে সেখানের দুই ফিলিস্তিনি নিহত হয়।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এদিন সকালের দিকে চালানো এই হামলাকে স্থানীয়রা আগ্রাসন বলে বর্ণনা করেছেন। এতে হামজা মকবুল ও খয়েরি শাহীন নামের দুইজন নিহত হয়।

মাত্র দুই দিন আগে জেনিন শরণার্থী শিবিরে হামলা চালিয়ে অন্তত ১২ ফিলিস্তিনিকে হত্যা করা হয়। ওই ঘটনায় আহত হয় ১৪০ জন। তাদের মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর।

তাছাড়া ওই অভিযানে শত শত ফিলিস্তিনি ক্যাম্প ছেড়ে পালিয়েছে। এটা ছিল গত ২০ বছরের মধ্যে পশ্চিমতীরে বড় হামলা।

জেনিন শরণার্থী শিবিরে প্রায় ১৮ হাজার ফিলিস্তিনির বসবাস। অভিযানের সময় সেখানকার সড়কগুলো খুঁড়ে ফেলে ইসরায়েলি সেনাবাহিনীর বোমাবিরোধী বুলডোজার। এতে পুরো এলাকায় পরিণত হয়েছে ধ্বংসযজ্ঞে।

ফিলিস্তিনের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে মোকাবিলায় ২০২১ সালের জুনের পর প্রায় প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে ইসরায়েল। এতে একের পর এক ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছে।

টিএইচ