সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বুরুন্ডিতে বিদ্রোহীদের হামলায় নারী-শিশুসহ নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

বুরুন্ডিতে বিদ্রোহীদের হামলায় নারী-শিশুসহ নিহত ২০

পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডিতে বিদ্রোহীদের হামলায় শিশু ও গর্ভবতী নারীসহ কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। দেশটির পশ্চিমাঞ্চলে বন্দুকধারীরা হামলা চালানোর পর প্রাণহানির এই ঘটনা ঘটে। আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) সাথে বুরুন্ডির পশ্চিম সীমান্তের কাছে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২০ জন নিহত এবং নয়জন আহত হয়েছেন বলে একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন।

শুক্রবার সন্ধ্যায় দেশটির ভুগিজো শহরে ওই অভিযানে নিহতদের মধ্যে ১২ শিশু, দুই গর্ভবতী নারী এবং একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন বলে শনিবার সরকারের মুখপাত্র জেরোম নিওনজিমা জানিয়েছেন।

রেড-তাবারা বিদ্রোহী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। বুরুন্ডিয়ান কর্তৃপক্ষের কাছে তারা ‘সন্ত্রাসী’ গোষ্ঠী হিসাবে বিবেচিত। টাঙ্গানিকা হ্রদের কাছাকাছি শহরের ৯টি বাড়ি লক্ষ্য করে তারা হামলা চালায়। হামলায় আহত অন্তত ৯জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেড-তাবারা বিদ্রোহী গোষ্ঠী ২০১৫ সাল থেকে পূর্ব ডিআরসিতে অবস্থিত ঘাঁটি থেকে বুরুন্ডি সরকারের বিরুদ্ধে লড়াই করছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই গোষ্ঠীটি ৯জন সৈন্য এবং একজন পুলিশ অফিসারকে হত্যা করার দাবি করেছে।

তবে গোষ্ঠীটি বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হামলার সময় তারা গুলি ও বিস্ফোরণের শব্দ শুনেছেন।

উল্লেখ্য, ২০১১ সালে গঠিত হওয়া রেড-তারাবা গোষ্ঠীর ৫০০ থেকে ৮০০ যোদ্ধা রয়েছে বলে ধারণা করা হয় এবং ২০১৫ সাল থেকে বুরুন্ডিতে হওয়া অধিকাংশ মারাত্মক হামলার জন্য তারাই দায়ী।

টিএইচ