সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

মরক্কোয় বাস দুর্ঘটনায় ২৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

মরক্কোয় বাস দুর্ঘটনায় ২৪ জন নিহত

উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় একটি মিনিবাস উল্টে ২৪ জন নিহত হয়েছে। রোববার দেশটির পাহাড়ি এলাকা আজিলাল প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

মরক্কোর জাতীয় বার্তা সংস্থা এমএপিকে জানিয়েছে, বাসটি দেমনাত শহরে যাচ্ছিল। সেখানকার সাপ্তাহিক বাজারে যাওয়ার জন্য বাসটিতে অনেক যাত্রী ছিল। দুর্ঘটনার খবর শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশের বিশেষায়িত বাহিনী ও উদ্ধারকারী দল পাঠানো হয়।

নিহতদের লাশ দেমনাত হাসপাতালে রাখা হয়েছে। হাসপাতালের পরিচালক ইউসুফ মাখলুফি বলেন, দুর্ঘটনায় বাসটির সব যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত দুজন নারী ও একটি শিশু রয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মরক্কোতে সাম্প্রতিক সময়ের ভয়াবহ দুর্ঘটনা এটি। এর আগে গত গ্রীষ্মে দেশটির বাণিজ্যিক রাজধানী কাসাব্লাঙ্কার একটি সড়কে দুর্ঘটনায় ২৩ জন নিহত হয়েছিল।

টিএইচ