বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
The Daily Post

মিসাইল ধ্বংসের পরীক্ষা চালাল ভারতীয় নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদক

মিসাইল ধ্বংসের পরীক্ষা চালাল ভারতীয় নৌবাহিনী

জম্মু-কাশ্মিরের পেহেলগামে ২৬ জনকে গুলি করে হত্যার ঘটনার পর চরম উত্তেজনায় ভাসছে ভারত-পাকিস্তান সম্পর্ক। নয়াদিল্লি সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে পরোক্ষ সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগ এনেছে। এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত, বিশেষ ভিসা সুবিধা বাতিল, এবং ভারতে পাক সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে ভারত। বন্ধ করে দেওয়া হয়েছে দুই দেশের প্রধান সীমান্ত পথও।

এই অবস্থার মধ্যে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতীয় নৌবাহিনী মিসাইল ধ্বংসের সফল পরীক্ষা চালিয়েছে। ‘আইএনএস সুরাত’ জাহাজ থেকে নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সমুদ্রপথে নিচ দিয়ে আসা একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে তারা।

অন্যদিকে পাকিস্তানও করাচি উপকূলে ২৪-২৬ এপ্রিলের মধ্যে সারফেস টু সারফেস মিসাইলের পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে।

ভারতের প্রতিক্রিয়ার কড়া জবাব দিতে জরুরি বৈঠকে বসেছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (NSC)। উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ‘ভারতের সিদ্ধান্তগুলো শিশুসুলভ। আমরা যোগ্য জবাব দেব, এবং এই জবাব কোনো অংশেই কম হবে না।’

তিনি আরও বলেন, ‘ভারত অতীতের মতো এবারও কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করছে। সিন্ধু চুক্তি নিয়ে ভারতের দীর্ঘদিনের সমস্যা থাকলেও, যদি প্রমাণ থাকে, তাহলে তা সামনে আনুক।’

টিএইচ