সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রাশিয়ার দুই অঞ্চলে ভয়াবহ ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার দুই অঞ্চলে ভয়াবহ ড্রোন হামলা

রাশিয়ার পশ্চিমাঞ্চলে দুটি এলাকায় শনিবার ড্রোন হামলা চালানো হয়েছে। রাশিয়ার পেসকভ এবং টিভার অঞ্চলে এ হামলা চালানো হয়। এর মধ্যে  পেসকভ অঞ্চলে একটি তেল শোধনাগার ভবনে দুটি ড্রোন হামলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর আনাদোলুর।

পেসকভ অঞ্চলের গভর্নর মিখাইল ভেদেনিকভ এক টেলিগ্রামবার্তায় বলেছেন, পাইপ লাইনের মাধ্যমে তেল করবরাহ করা একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনে ড্রোন হামলা হয়েছে।

নেভেরস্কি জেলার লিৎভিনোভো এলাকার তেলক্ষেত্রে ওই দুটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। পৃথক বিবৃতিতে টিভার অঞ্চলের গর্ভনর ইগর রুডেনিয়া জানিয়েছেন, এনিাড্রয়ানোপোলস্কি জেলার ইয়েরোখিনো গ্রামের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। দুই অঞ্চলের গর্ভনরই প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর জানাতে পারেননি। রাশিয়ার দাবি এসব হামলার সঙ্গে ইউক্রেনের সেনাবাহিনী জড়িত।

সম্প্রতি রাশিয়ার দুটি বিদ্রোহী গোষ্ঠীর মাধ্যমে সীমান্তে রাশিয়ার দুটি গ্রামে হামলা চালিয়েছিল ইউক্রেনীয় বাহিনী। কিন্তু রাশিয়া সঙ্গে সঙ্গে পাল্টা হামলা চালিয়ে ৭০ মস্কোবিরোধী বিদ্রোহী গোষ্ঠীর লোকজনকে হত্যা করে।

সম্প্রতি রুশ বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ-প্রতীক্ষিত পাল্টা হামলা শুরু করতে কিয়েভ প্রস্তুত বলে মন্তব্য করেছেন ইউক্রেইনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওলেকসি দানিলভ।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনীর নিয়ন্ত্রণ থেকে তাদের ভূখণ্ড পুনরুদ্ধারে শিগগিরই বড়সড় এ হামলা শুরু করার কথা জানালেও কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করেননি। এরই মধ্যে শনিবার রাশিয়ার দুটি অঞ্চলে ড্রোন হামলার ঘটনা ঘটলো।

টিএইচ