ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের জাপোরিজিয়া শহরে রাশিয়ার বোমা হামলায় ১৩ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। স্থানীয় সময় বুধবার (৮ জানুয়ারি) এ হামলা চালায় রুশ সেনা বাহিনী। বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ইউক্রেনে রুশ বাহিনীর বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৩০ জন।
দেশটির আঞ্চলিক গভর্নর ইভান ফেডোরভ বলেছেন, নতুন বছরেও ইউক্রেনে রাশিয়ার আক্রমণ অব্যাহত রয়েছে। গত বুধবার রুশ বাহিনী শহরের একটি আবাসিক এলাকায় বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে বোমা হামলা চালিয়েছে। এতে অন্তত দুটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির টেলিগ্রাম পোস্ট করা গ্রাফিক্স ফুটেজে দেখা গেছে, শহরের রাস্তায় আহত রক্তাক্ত বেসামরিক নাগরিকদের চিকিৎসা সেবা দিচ্ছেন জরুরি পরিষেবার কর্মীরা।
রাশিয়ার এ বোমা হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, এই নিষ্ঠুর বোমা হামলায় সাধারণ মানুষ চরম ভুক্তভোগী হচ্ছে।
ইউক্রেনের বিরুদ্ধে প্রায় তিন বছর ধরে চলমান এই যুদ্ধের সময় মস্কো প্রায়ই সময়ই বেসামরিক অবকাঠামোতে বিমান হামলা চালিয়েছে। যদিও ধারাবাহিকভাবে বেসামরিক নাগরিকদের টার্গেট করে হামলার কথা অস্বীকার করেছে রাশিয়া। একইসঙ্গে রাশিয়ার ওপর চাপ প্রয়োগে আবারও মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
টিএইচ