বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

লেবানন-ইসরায়েল সীমান্তে গোলাগুলি অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

লেবানন-ইসরায়েল সীমান্তে গোলাগুলি অব্যাহত

ইসরায়েলি সেনাবাহিনী এক্স-এ এক পোস্টে বলেছে, লেবাননের ভূখণ্ড থেকে উত্তর ইসরায়েলের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। তারা আর্টিলারি দিয়ে আক্রমণের উৎসে পাল্টা আক্রমণ চালিয়েছেন।

ইসরায়েলি আর্মি রেডিও এর আগে এক সতর্কবার্তা জারি করে জানিয়েছিল, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর কিরিয়াত শ্মোনা ও এর আশেপাশে একটি ‘শত্রু বিমান’ দেখা গেছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী এখন বলছে, এটি একটি মিথ্যা সতর্কবার্তা ছিল।

এদিকে গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ এলাকায় কুওয়াইতি হাসপাতালের কাছে আবাসিক একটি ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন।

রয়টার্সের খবরে হামলায় ৫৫ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেছেন, হতাহত ব্যক্তিরা সবাই বেসামরিক নাগরিক।

রাফাহ এলাকার আবু ইউসেফ আল–নাজর হাসপাতালের পরিচালক মারওয়ান আল-হামস বলেছেন, এই প্রহসন ও গণহত্যা বন্ধ করুন।

টিএইচ