মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১
The Daily Post

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭, গাজায় ৩৪ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭, গাজায় ৩৪ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছেন, ফলে গাজায় মোট নিহতের সংখ্যা প্রায় ৪৯,৭৫০ জনে পৌঁছেছে।

এদিকে, ইসরায়েল লেবাননেও হামলা চালিয়েছে, যেখানে আরও ৭ জন লেবানিজ নিহত হয়েছেন এবং অনেকেই আহত হয়েছেন।

এ হামলার ফলে লেবাননের ওপর কার্যকর যুদ্ধবিরতি চুক্তি বিপন্ন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। রোববার (২৩ মার্চ) আল জাজিরা এই তথ্য জানায়। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে বোমা হামলা চালানোর পর ৭ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। এটি লেবাননের ওপর ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলা, যা চার মাস আগে হিজবুল্লাহর সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে বিপদে ফেলতে পারে।

ইসরায়েল দাবি করছে, হামলা করা হয়েছে হিজবুল্লাহকে লক্ষ্য করে, কারণ রকেট হামলার পর তাদের বাহিনী এই পদক্ষেপ নেয়। তবে, হিজবুল্লাহ হামলার দায় অস্বীকার করেছে।

গাজায়, শনিবার ভোর থেকে ইসরায়েলি হামলায় ৩৪ জন নিহত হয়েছে, তাদের মধ্যে ৫ শিশু রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় প্রায় ৪৯,৭৪৭ ফিলিস্তিনি নিহত এবং ১,১৩,২১৩ জন আহত হয়েছেন।

এছাড়া, গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতের সংখ্যা ৬১,৭০০ জনেরও বেশি হতে পারে, কারণ ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার নিখোঁজ ফিলিস্তিনিকে মৃত বলে ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে, গাজার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ এবং যুদ্ধবিরতি চুক্তি পুনর্বহালের দাবি জানিয়ে তেল আবিবের রাস্তায় নেমে এসেছে হাজার হাজার ইসরায়েলি। তারা গাজা থেকে আটক ব্যক্তিদের বাড়িতে ফিরিয়ে আনার দাবিও জানান।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত শুক্রবার থেকে তারা গাজা, লেবানন এবং সিরিয়ায় ২০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

টিএইচ