ইউক্রেন সঙ্কট সমাধানে যেকোনো আলোচনা ও যোগাযোগের জন্য এখনও পুতিনের দুয়ার খোলা আছে। শুক্রবার এ কথা জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন।
আফ্রিকান নেতাদের সাথে পুতিনের শান্তি উদ্যোগ বিষয়ক বৈঠকের আগে এ কথা জানিয়েছে মস্কো।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘ইউক্রেন সমস্য সমাধানের আলোচনায় ও যোগাযোগের জন্য প্রেসিডেন্ট পুতিন আগেও প্রস্তুত ছিলেন এবং এখনও আছেন।’
রাশিয়া অনেক দিন ধরেই সমঝোতার কথা বলে আসছে। তবে মস্কোর দাবি, ইউক্রেনকে নতুন বাস্তবতা মেনে নিয়ে কথা বলতে হবে। রুশ নিয়ন্ত্রণে থাকা দেশটির ১৮ শতাংশ ভূখণ্ডের মায়া ইউক্রেনকে ছাড়তে হবে।
তবে ইউক্রেন কোনোভাবেই নিজেদের ভূখণ্ড ছেড়ে দিয়ে রাশিয়ার সাথে আলোচনায় বসতে রাজি না। তাদের দাবি, ইউক্রেনের সব ভূখণ্ড ফিরিয়ে কিয়েভের কাছে ফিরিয়ে দিতে হবে।
টিএইচ