মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১
The Daily Post

সার্বিয়ায় ফের বন্দুক হামলা, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

সার্বিয়ায় ফের বন্দুক হামলা, নিহত ৮

সার্বিয়ায় এক বন্দুকধারীর গুলিতে অন্তত আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় দেশটির দুবোনা গ্রামে এ ঘটনা ঘটে। মাত্র একদিন আগে দেশটির একটি স্কুলে গোলাগুলির ঘটনা ঘটে। সেদিন শিশু শিক্ষার্থীর চালানো গুলিতে ৯ জন নিহত হন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রাজধানীর বেলগ্রেড থেকে ৬০ কিলোমিটার দূরের দুটি গ্রামে এ ঘটনা ঘটে। এতে ৮ জন নিহত হয়েছেন এবং অন্তত আহত হয়েছেন আরও ১০ জন। হামলাকারী একটি চলন্ত গাড়ি থেকে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি ছোড়েন।

সার্বিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার সকালে স্পেশাল ফোর্সের সদস্যরা মাদেনোভিক এবং দুবোনা গ্রামে পোঁছান।

সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ছবিতে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা চেকপয়েন্টে গাড়ি থামিয়ে বন্দুকধারীকে খুঁজে বের করার চেষ্টা করছেন। একটি হেলিকপ্টার, ড্রোন এবং একাধিক পুলিশ ইউনিট দুবোনার আশপাশের এলাকায় সন্দেহভাজন ব্যক্তির সন্ধান করছে।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় দুবোনার একটি পার্কে এক পুলিশ কর্মকর্তার সঙ্গে তর্ক করে ২০ বছর বয়সী এক যুবক। পরে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে লোকজনের ওপর গুলি চালাতে শুরু করেন তিনি।

উল্লেখ্য, সার্বিয়ায় খুব কঠোর বন্দুক আইন থাকায় ব্যাপক গুলি চালানোর ঘটনা তুলনামূলকভাবে বিরল। তবে, দেশটিতে বন্দুকের মালিকানা ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি। সূত্র : বিবিসি

টিএইচ