সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সিডনিতে আতশবাজির মধ্য দিয়ে ‘নিউ ইয়ার’ বরণ

নিজস্ব প্রতিবেদক

সিডনিতে আতশবাজির মধ্য দিয়ে ‘নিউ ইয়ার’ বরণ

 জমকালো আয়োজন আর আতশবাজির রঙিন আলোর ঝলকানিতে ২০২৩ সালকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার সিডনিবাসী।

‘সিটি অব কালারস’ খ্যাত এ শহরে কোটি পর্যটকের আকর্ষণের কেন্দ্রবিন্দু সিডনি অপেরা হাউস। নতুন বছরকে বরণ করতে এই অপেরা হাউস ও হারবার ব্রিজ থেকে ইতোমধ্যে প্রায় সাত হাজার আতশবাজি ফোটানো হয়েছে।

অস্ট্রেলিয়া তথা ওশেনিয়ার বৃহত্তম ও জনবহুল শহরটিতে স্থানীয় সময় ১ জানুয়ারি রাত ১২টায় (বাংলাদেশ সময় ৩১ ডিসেম্বর রাত ৭টা) হারবার ব্রিজ ও অপেরা হাউস থেকে একের পর এক আতশবাজির ঝলকানি দেখা গেছে। খবর সিডনি মর্নিং হেরাল্ডের।

টিএইচ