সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সিরিয়ার গাড়িতে বিস্ফোরণে হতাহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার গাড়িতে বিস্ফোরণে হতাহত ৩৭

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার উত্তরাঞ্চলের শহর আজাজের ব্যস্ততম একটি বাজারে গাড়িতে বিস্ফোরণে ৭ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন বলে বাসিন্দারা এবং উদ্ধারকারীরা জানায়। ইফতারের পর রাতে কেনাকাটা করার সময় এই বিস্ফোরণ ঘটে।

আজ রোববার (৩১ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার আলেপ্পো প্রদেশের ওই শহরটি তুর্কিপন্থী বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত ছিল। ইফতারের পর রাতে কেনাকাটা করার সময় এই বিস্ফোরণ ঘটে। এ সময় বাজারে অনেক মানুষের সমাগম ছিল।

ইয়াসিন শালাবি নামে এক ক্রেতা রয়টার্সকে জানান, গাড়ি বিস্ফোরণের সময় তিনি ঘটনাস্থলের কাছেই ছিলেন। যখন এ ঘটনা ঘটে তখন মার্কেটে অনেক ভিড় ছিল।

অবশ্য তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি।

প্রতিবেদনে আরও বলা হয়, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধী এবং তুরস্ক সমর্থিত সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রিত আরব-জনবহুল এই শহরটিতে দুই বছর আগে সর্বশেষ এই ধরনের গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এরপর থেকে শহরটি তুলনামূলকভাবে শান্তই ছিল।

যদিও সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়ার উত্তর-পশ্চিম সীমান্ত এলাকার প্রধান শহরগুলোতে বেসামরিক জনবহুল এলাকায় ঘন ঘন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

টিএইচ