শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় ৬ কুর্দি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় ৬ কুর্দি নিহত

মধ্যপ্রাচ্যের চলমান সহিংসতায় সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় অন্তত ৬ জন কুর্দি যোদ্ধা নিহত হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।

সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) জানিয়েছে, পূর্বাঞ্চলীয় দেইর আল-জোর প্রদেশের আল-ওমর তেলক্ষেত্রে তাদের কমান্ডো একাডেমিতে আঘাত হানা হয়েছে। এই হামলার জন্য তারা ইরান-সমর্থিত বিদ্রোহীদের অভিযুক্ত করেছে। তাদের দাবি, সিরিয়ার সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত নিকটবর্তী এলাকা থেকে এই ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে। এছাড়া ইরান-সমর্থিত একটি বিদ্রোহী গোষ্ঠী দাবি করেছে, তারা রোববার ঘাঁটিতে হামলা করেছে।

এই সেনাঘাঁটিতে কুর্দি যোদ্ধাদের কমান্ডো ইউনিটকে প্রশিক্ষণ দিতো মার্কিন বাহিনী। তবে, এ হামলায় মার্কিন সেনা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘাঁটিতে প্রায় ৮শ’মার্কিন সৈন্য রয়েছেন। হামলায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর জড়িত থাকার অভিযোগ উঠেছে।

এইমধ্যে, জর্ডানের একটি মার্কিন ঘাঁটিতে হামলায় প্রাণ যায় ৩ মার্কিন সেনার। তার জবাবে বাইডেন প্রশাসন ইরাক ও সিরিয়ায় জোরালো অভিযান চালাচ্ছে ।

টিএইচ