বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সেনেগালে শরণার্থীদের নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

সেনেগালে শরণার্থীদের নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু

সেনেগালে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। তারা কাঠের নৌকায় চেয়ে স্পেন যাচ্ছিলেন বলে খবর পাওয়া গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কাঠের মাছ ধরার এই নৌকাটিতে ১০০ জনের বেশি আরোহী ছিল। এটি যাত্রা শুরুর পর ৪ কিলোমিটার (২.৫ মাইল) দূরে গিয়ে ডুবে যায়।

নৌকায় আরোহী হিসেবে যারা ছিলেন তাদের আত্মীয়স্বজন এবং বন্ধুরা সমুদ্র সৈকতে জড়ো হয়েছেন। তারা উদ্বিগ্ন অবস্থায় প্রিয়জনের খবর পাওয়ার জন্য অপেক্ষা করছেন। এ পর্যন্ত চারজনকে উদ্ধার করা হয়েছে এবং অনুসন্ধানের চেষ্টা চলছে।

ডুবে যাওয়া এই নৌকাটি রাজধানী শহর ডাকার থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এমবোর থেকে রওনা হয়েছিল। মূলত পশ্চিম আফ্রিকার উপকূলে অবস্থিত স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিল নৌকাটি।

টিএইচ