সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

সোমালিয়ায় জোড়া গাড়িবোমা হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

সোমালিয়ায় জোড়া গাড়িবোমা হামলা, নিহত ১০

সোমালিয়ার হিরান অঞ্চলে জঙ্গিগোষ্ঠী আল শাবাবের জোড়া গাড়িবোমা হামলায় অন্তত ১০ জন নিহত ও একাধিক বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে।

দেশটির সরকারের মিত্র একটি মিলিশিয়া বাহিনী ও স্থানীয় এক বয়োজ্যেষ্ঠ এসব জানিয়েছেন। এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আল শাবাব।

দেশটির সরকারের মিত্র একটি মিলিশিয়া বাহিনী ও স্থানীয় এক ব্যক্তি জানান, বুধবার স্থানীয় সময় সকালে দুটি বড় বিস্ফোরণ হয়। অনেক বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। বেসামরিক, সেনা ও মাকাউইজলের যোদ্ধাসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন।

মাহাস জেলার কমিশনার মুমিন মোহাম্মদ হেলেন রাষ্ট্রীয় রেডিওকে জানিয়েছেন,  বোমাগুলোর একটির লক্ষ্য ছিল তার বাড়ি, অন্যটি আঘাত হানে কেন্দ্রীয় এক আইনপ্রণেতার বাড়িতে।

এদিকে হামলার দায় স্বীকার করে আল শাবাবের মিডিয়া কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘ধর্ম বিসর্জনকারী মিলিশিয়া ও সেনারা’ তাদের হামলার লক্ষ্য ছিল। 

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সহযোগী আল-শাবাব ২০০৭ সাল থেকেই সোমালিয়ার সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে।

টিএইচ