সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সৌদি আরবের মরুভূমিতে তুষারপাত

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের মরুভূমিতে তুষারপাত

সাদা তুষারে জ্বলজ্বল করছে মরুর লালচে বালু। শুক্রবার (১৫ মার্চ) বিকেলে বৃষ্টি ও শিলাবৃষ্টির পর সৌদি আরবের রিয়াদের পশ্চিমে অবস্থিত আফিফ মরুভূমি অপ্রত্যাশিতভাবে তুষারে ঢেকে গেছে। আবহাওয়ার এই অস্বাভাবিক আচরণে মুগ্ধ সেখানকার বাসিন্দা ও নেটিজেনরা। সামাজিক যোগাযোগমাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়েছে বরফে মোড়া মরুভূমির ছবি ও ভিডিও।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সৌদি আরবের আবহাওয়ায় সম্প্রতি পরিবর্তন আসবে। রোববার (১৭ মার্চ) থেকে বৃষ্টিপাত, বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি ও ধূলিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়। এর মধ্যেই শুক্রবার আফিফ মরুভূমি ঢেকে গেল বরফে।

শনিবার (১৬ মার্চ) প্রকাশিত গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। আগামীকাল সোমবার থেকে তাবুক, উত্তরাঞ্চলের সীমান্ত, আল জাওয়াফ, হাইল, মদিনা, কাসিম ও রিয়াদের উত্তর অঞ্চলে বজ্রঝড় ও শিলাসহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এর ফলে উপত্যকাগুলো প্লাবিত হতে পারে।

হাফর আল বাতিনের আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। মক্কা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঝোড়ো বাতাস বইতে পারে। দেশটির আবহাওয়াবিদরা জানিয়েছেন, সৌদি আরবের পশ্চিম ও মধ্যাঞ্চলে মেঘের পরিমাণ বাড়তে দেখেছেন তারা। বিশেষ করে মদিনার দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও রিয়াদ অঞ্চলের একটি অংশে বেড়েছে মেঘের পরিমাণ।

মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে মাঝে মাঝেই বজ্রপাতসহ ঝড় হতে পারে। এছাড়া সৌদি আরবের অধিকাংশ এলাকায় তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। 

টিএইচ