সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

হামাসের হামলায় ইসরায়েলের ব্রিগেড কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক

হামাসের হামলায় ইসরায়েলের ব্রিগেড কমান্ডার নিহত

ফিলিস্তিনের সংগঠন হামাস ইসরায়েলে রকেট হামলা শুরু করে শনিবার সকালে। গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ভূখণ্ডে ৫ হাজারেরও বেশি রকেট হামলা চালায় সংগঠনটি। জবাবে ইসরায়েলও সামরিক হামলা চালানো শুরু করে।

তবে হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের ব্রিগেড কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জনাথন স্টেইনবার্গ (৪২) নিহত হয়েছেন বলে দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। খবর: দ্য টাইমস অব ইসরায়েল।

শনিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কেরেম সালম এলাকার কাছে হামাস যোদ্ধাদের গুলিতে তিনি নিহত হন। তবে স্টেইনবার্গ ছাড়া সেখানে ইসরায়েলি আরও সেনা হতাহত হয়েছে কিনা, তা জানানো হয়নি। ওই এলাকায় কতজন হামাস সদস্য ছিলেন বা স্টেইনবার্গের অধীনে কতজন ইসরায়েলি সেনা তাদের প্রতিরোধ করার চেষ্টা করছিলেন তাৎক্ষণিকভাবে তাও জানা যায়নি।

টিএইচ