সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

৯৯ শিশুর মৃত্যুর পর ইন্দোনেশিয়ায় সিরাপ নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

৯৯ শিশুর মৃত্যুর পর ইন্দোনেশিয়ায় সিরাপ নিষিদ্ধ

চলতি বছর  ইন্দোনেশিয়ায় সিরাপ ও তরল জাতীয় ওষুধ খেয়ে কিডনি জটিলতায় প্রায় ১০০ শিশুর মৃত্যুর ঘটনায় তরল ও সিরাপ জাতীয় সব ধরনের ওষুধ বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে ঐ শিশুদের মৃত্যুর পেছনের কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে সরকার।

আফ্রিকার দেশ গাম্বিয়ায় কাশির সিরাপ খেয়ে ৭০এর মতো শিশুর মৃত্যুর কয়েক সপ্তাহ পর ইন্দোনেশিয়া থেকে এমন খবর এলো। খবর বিবিসির।

ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ সেহরিল মানসুর জানান, বুধবার পর্যন্ত ২২ প্রদেশ থেকে ৯৯ মৃত্যুসহ ২০৬টি রিপোর্ট রেকর্ড করা হয়। 

মানসুর বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে শিশুদের কিডনি জটিলতা শুরু হয়, যা জটিল আকার ধারণ করে আগস্টে। গত সপ্তাহ থেকে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

দেশটির সরকার জানিয়েছে, কিছু সিরাপে এমন উপাদান পাওয়া গেছে, যা কিডনিতে গুরুতর জটিলতার সৃষ্টি করে। এসব সিরাপ খেয়ে এ বছর ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। তবে এসব ওষুধ স্থানীয়ভাবে উৎপাদিত, নাকি আমদানি করা তা স্পষ্ট করেনি ইন্দোনেশিয়ার সরকার।

বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, তারা কিডনি জটিলতায় ভুগছে- এমন ২০০ শিশুর কথা জানতে পেরেছেন। তাদের বেশির ভাগেরই বয়স পাঁচ বছরের নিচে।

টিএইচ