শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

পানি উন্নয়ন বোর্ডে ৪৩ জনের চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক

পানি উন্নয়ন বোর্ডে ৪৩ জনের চাকরির সুযোগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। প্রতিষ্ঠানটি উপসহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (পুর)/প্রাক্কলনিক পদে ৪৩ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: উপসহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা(পুর)/প্রাক্কলনিক।

পদ সংখ্যা: ৪৩।

আবেদন যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট থেকে পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। এমএস ওয়ার্ড, এক্সেলসহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ২০২৩ সালের ১ মার্চ ১৮ থেকে ৩০ বছর।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

বয়সসীমা : আবেদনকারীর বয়স ২০২৩ সালের ১ জানুয়ারি ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উচ্চসীমা ৩২ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনি প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে ওই প্রার্থী আবেদন করার সুযোগ পাবেন। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইন থেকে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদন ফি : ৫০০ টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ১ মার্চ ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।

টিএইচ