বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
পদের নাম: রেজিস্ট্রার।
পদসংখ্যা: ১।
আবেদন যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। সরকারি, স্বায়ত্তশাসিত, স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান বা আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠানে প্রথম শ্রেণির পদে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ে উপ-রেজিস্ট্রার পদে ৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড ৩)
পদের নাম: পরিচালক (অর্থ ও হিসাব)।
পদসংখ্যা: ১।
আবেদন যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। সরকারি, স্বায়ত্তশাসিত, স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান বা আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠানে প্রথম শ্রেণির পদে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ে উপ-পরিচালক (অর্থ ও হিসাব) পদে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড ৩)
যেভাবে আবেদন: আগ্রহীদের আবেদনপত্র পাঠাতে হবে রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (কালিয়াকৈর, গাজীপুর-১৭৫০) এই ঠিকানায়। বিস্তারিত জানা যাবে https://jobs.bdu.ac.bd এই ঠিকানায়।
আবেদন ফি: অনলাইনে ১ হাজার ৫০০ টাকা জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ অক্টোবর ২০২২।
এসএম