বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

আমু-কামরুলকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

আমু-কামরুলকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

জুলাই গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও সাবেক সংসদ সদস্য অ্যাড. কামরুল ইসলামকে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

এদিন সকালে ট্রাইব্যুনালের মামলায় আমু ও কামরুলকে গ্রেপ্তার দেখাতে আবেদন করে প্রসিকিউশন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। শুনানি শেষে ট্রাইব্যুনাল দুই আসামিকে ৪ ডিসেম্বর (বুধবার) ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন।

গত ১৯ নভেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে কামরুল ইসলামকে এবং ৬ নভেম্বর ধানমন্ডির একটি বাসা থেকে আমির হোসেন আমুকে গ্রেপ্তার করে পুলিশ।

আওয়ামী লীগের এই দুই নেতা হত্যা মামলার আসামি হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।

টিএইচ