সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post
পুলিশের কাজে বাধা

জামায়াতের আমিরসহ ৭২ জনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক

জামায়াতের আমিরসহ ৭২ জনের বিচার শুরু

পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ৭২ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালত এই আদেশ দেন। একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য ২৭ ডিসেম্বর তারিখ ধার্য করেছেন আদালত। এ ছাড়া মামলাটি থেকে ৪৫ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের সংশ্লিষ্ট আইনজীবী মো. মোজাম্মেল হক (খোকন) বিষয়টি নিশ্চিত করেছেন।

বিচার শুরু হওয়া উল্লেখযোগ্য আসামিরা হলেন— জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রফিকুল ইসলাম খান, নির্বাহী সদস্য মো. ইজ্জত উল্লাহসহ প্রমুখ।

২০১২ সালের নভেম্বরে জামায়াতের ডাকা হরতালে গাড়ি ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। এরপর মামলাটি তদন্ত করে ১২৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। প্রথম চার্জশিটে মিয়া গোলাম পরোয়ারের নাম ছিল না। পরবর্তীতে সম্পূরক চার্জশিটে তাকে অভিযুক্ত করা হয়।

টিএইচ