সোমবার, ১০ মার্চ, ২০২৫
ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩১
The Daily Post

ঢাকা- ২০ আসনের সাবেক এমপি এম এ মালেক গ্রেপ্তার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকা- ২০ আসনের সাবেক এমপি এম এ মালেক গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মালেককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে রাজধানীর মিরপুরে তার বাসায় অভিযান চালিয়ে আশুলিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির।

এম এ মালেকের বিরুদ্ধে আশুলিয়া থানায় ছাত্র-জনতা হত্যার অভিযোগে চারটি মামলা রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলায় আহত ও নিহতদের স্বজনরা এসব মামলা করেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা শাহীনূর কবির।

গ্রেপ্তারের পর মালেককে আশুলিয়া থানায় নেওয়া হয়েছে এবং বৃহস্পতিবার তাকে ঢাকার আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার শাহীনূর কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে আশুলিয়া থানা পুলিশ মালেককে গ্রেপ্তার করে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার ঘটনায় আহত ও নিহতদের স্বজনরা তার বিরুদ্ধে আশুলিয়া থানায় চারটি মামলা করেন।

টিএইচ