সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

পহেলা ফেব্রুয়ারি থেকে আপিল বিভাগে প্রবেশে লাগবে পাস

নিজস্ব প্রতিবেদক

পহেলা ফেব্রুয়ারি থেকে আপিল বিভাগে প্রবেশে লাগবে পাস

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রবেশাধিকার সংরক্ষিত করার সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রবেশে কড়াকড়ি আরোপ করে পাস ব্যবস্থা চালু করা হয়েছে। প্রবেশ পাস ছাড়া আগামী ১ ফেব্রুয়ারি থেকে কোনো বিচারপ্রার্থী সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রবেশে করতে পারবেন না। 

অনলাইনে নির্দেশিত বিধি অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনের মাধ্যমে এই পাস সংগ্রহ করতে হবে। তবে সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকদের প্রবেশে পাস লাগবে কিনা এ বিষয়ে কিছু জানানো হয়নি।

বুধবার (২৫ জানুয়ারি) প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থার পরিকাঠামো ক্রমাগত উন্নয়নের ধারাবাহিকতায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রবেশ পাস ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। ফলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে এজলাস ও এজলাস সংলগ্ন স্থানে কোনো বিচারপ্রার্থী প্রবেশ পাস প্রদর্শন ব্যতিত প্রবেশ বা অবস্থান করতে পারবেন না।

বিচারপ্রার্থী সংযুক্ত ব্যবহার বিধি অনুসরণপূর্বক স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে প্রবেশের তারিখ ও মামলা নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে আপিল বিভাগের এই পাস সংগ্রহ করতে পারবেন। এরপর সেটি ব্যবহার করে আপিল বিভাগের এজলাসে প্রবেশ করতে পারবেন।

টিএইচ