বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

পুলিশ-বিএনপি সংঘর্ষ: ১১ মামলায় ৫৪৯ আসামি

নিজস্ব প্রতিবেদক

পুলিশ-বিএনপি সংঘর্ষ: ১১ মামলায় ৫৪৯ আসামি

বিএনপির ডাকা অবস্থান কর্মসূচিকে ঘিরে শনিবার (২৯ জুলাই) ঢাকার প্রবেশ মুখে পুলিশের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় রাজধানীর কয়েকটি থানায় ১১টি মামলা হয়েছে।

রোববার (৩০ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (মিডিয়া) কে এন রায় নিয়তি।

জানা যায়, মামলায় এহাজারনামীয় আসামি করা হয়েছে ৫৬৯ জনকে। আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য, অগ্নি সংযোগ, ভাঙচুর, পুলিশের কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।    

এগারটি মামলার মধ্যে- উত্তরা পশ্চিম থানায় ২টি, উত্তরা পূর্বে ৩টি, এয়ারপোর্ট থানায় ১টি, সূত্রাপুরে ১টি, বংশালে ১টি, কদমতলীতে ১টি ও যাত্রাবাড়ী থানায় ২টি মামলা করা হয়েছে।

টিএইচ