সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা ছিলেন যুবদল সভাপতি : সিটিটিসি

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা ছিলেন যুবদল সভাপতি : সিটিটিসি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ (সিটিটিসি) জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ইমেইল প্রেরণকারী দুজন ছিলেন সৌদি প্রবাসী বিএনপি যুবদলের সভাপতি কবির এবং একাংশের নেতা দীন ইসলাম।

রবিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সিটিটিসির অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে জানান।

তিনি বলেন- প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির বিষয়টি অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) অবহিত হওয়ার পর তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। পরে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে ইমেইল প্রেরণকারীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য সিটিটিসি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন একটি টিম গোপনীয় অনুসন্ধান এবং প্রযুক্তিগত বিশ্লেষণ শেষে ইমেইল প্রেরণকারীকে শনাক্ত করতে সক্ষম হয়।

আসাদুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে তারা সৌদি আরবে রয়েছেন। দশবছর আগে দেশে একবার এসেছিলেন হুমকি দাতা কবির। সেখানে তারা যুবদলের একাংশের নেতা। তবে তাদের এই পরিকল্পনার পেছনে কারো হাত রয়েছে কিনা তা তদন্তে বেরিয়ে আসবে।

এর আগে ২০২৩ সালের ১৭ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া পাবলিক রিলেশন সেন্টারের ইমেইল dmpmediacell@gmail.com এ realmec55ksa@gmail.com ইমেইল থেকে একটি হুমকি বার্তা সম্বলিত মেইল আসে। ইমেলটি ছিল-  prime Minister Sheikh Hasina will be short at 4am on April 27. Bangladesh police do not have the powar to Prevent this attack. অর্থাৎ ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোর চারটায় কি করা হবে বাংলাদেশ পুলিশের ক্ষমতা নেই এ হামলা ঠেকানোর মহারণের সাথি হবে।

পরবর্তীতে ২০২৩ সালের ২০ এপ্রিল রমনা থানায় হুমকিদাতাসহ অজ্ঞাতনামা সহযোগীর বিরুদ্ধে মামলা করা হয়।

সবশেষ তদন্ত শেষে গত ২৯ জানুয়ারি সৌদি আরব সরকার প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতা দীন ইসলাম ও তার সহযোগী কবির হোসেনকে আটক করে বাংলাদেশ পুলিশের হাতে তুলে দেন।

টিএইচ