শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

বিএনপিপন্থী ৭ আইনজীবীর শুনানি পেছাল

নিজস্ব প্রতিবেদক

বিএনপিপন্থী ৭ আইনজীবীর শুনানি পেছাল

বিএনপিপন্থী সাত আইনজীবীর বিরুদ্ধে করা আদালত অবমাননার আবেদনের শুনানি আগামী ২২ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। বিষয়টি উত্থাপিত হলে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজ এই সময় পর্যন্ত শুনানি মুলতবি করেন।

কায়সার কামাল, এ জে মোহাম্মদ আলী, ফাহিমা নাসরিন, মো. আবদুল জব্বার ভূঁইয়া, মো. রুহুল কুদ্দুস, মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও গাজী কামরুল ইসলাম বিএনপিপন্থী সেই সাত আইনজীবী।

আপিল বিভাগের দুজন বিচারপতি সম্পর্কে এক সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের সূত্র ধরে বিএনপিপন্থী এই সাত আইনজীবীর বিরুদ্ধে গত বছরের ২৯ আগস্ট আদালত অবমাননার অভিযোগে আবেদন করা হয়। আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. নাজমুল হুদা।

শুনানি নিয়ে গত ১৫ নভেম্বর আপিল বিভাগ আদেশ দেন। সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের সূত্র ধরে আদালত অবমাননার আবেদনে যে প্রশ্ন তোলা হয়েছে, সে বিষয়ে নিজেদের ভূমিকা ব্যাখ্যা করতে বিএনপিপন্থী সাত আইনজীবীকে ১৫ জানুয়ারি সকাল ৯টায় আপিল বিভাগে (১ নম্বর কোর্টে) হাজির হতে নির্দেশ দেন আপিল বিভাগ। ধার্য তারিখে তাঁরা আদালতে হাজির হন।

আগের ধারাবাহিকতায় গত ২৯ জানুয়ারি আপিল বিভাগ শুনানির জন্য ১২ ফেব্রুয়ারি তারিখ ধার্য করেন। সেদিন আবেদনকারীর পক্ষে সময়ের আরজির পরিপ্রেক্ষিতে আদালত ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেন। এ অনুসারে আজ বিষয়টি কার্যতালিকার ৫১ নম্বর ক্রমিকে ওঠে, যার সঙ্গে শুনানি মুলতবি চেয়ে আবেদনকারী পক্ষের একটি আবেদনও ছিল।

আদালত অবমাননার আবেদনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে গত বছরের ২৭ আগস্ট সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের কয়েকটি লাইন উদ্ধৃত করা হয়। বিচারপতিদের নিয়ে ব্যানার-লিফলেটসহ বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল-অবস্থানের ছবিও আবেদনে যুক্ত করা হয়।

আদালতে সাত আইনজীবীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। কার্যতালিকা অনুসারে আদালতের কার্যক্রমের শুরুতে তিনি বিষয়টি উত্থাপন করেন। এরপর আদালত ২২ এপ্রিল পর্যন্ত শুনানি মুলতবি করেন।

টিএইচ