বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মিল্টনকে ৭ দিনের রিমান্ড চাইবে ডিবি

নিজস্ব প্রতিবেদক

মিল্টনকে ৭ দিনের রিমান্ড চাইবে ডিবি

‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ এর প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চাইতে পারে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে তোলা হবে বলে নিশ্চিত করেছে একটি সূত্র।

বুধবার মিল্টনকে আটকের পর মিরপুর মডেল থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। সেই মামলা গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে তোলা হবে। এছাড়া মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে একই থানায় আরও দুটি মামলার প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার সকালে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুন্সী সাব্বির আহম্মেদ জানান, ‘পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে। আরও দুটি মামলার প্রস্তুতি চলছে।

মানিলন্ডারিং আইনে কোনো মামলা হবে কী-না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে ডিবি পুলিশ ভালো বলতে পারবে। কারণ তারা মামলাটি তদন্ত করছে। আমরা করলে মানিলন্ডারিং বিষয়ে সিআইডিকে নোট দিতাম।

টিএইচ