বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেবে না পুলিশ: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেবে না পুলিশ: ডিএমপি কমিশনার

ডিএম‌পির নব‌নিযুক্ত ক‌মিশনার খন্দকার গোলাম ফারুক ব‌লেন, রাজ‌নৈ‌তিক দ‌লের কাজ রাজনীতি করা। এ বিষ‌য়ে পু‌লি‌শের মাথাব‌্যাথা নেই। নিবন্ধিত দলের রাজনৈতিক কর্মসূচি পালনে পুলিশ কোনো বাধা দেবে না। 

তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে জ্বালাও পোড়াও বা বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না। এগুলো ফৌজদারি অপরাধ। ধারা অনুযায়ী এ ধরনের অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএম‌পির মি‌ডিয়া সেন্টারে ‍‍`ক‌মিশনার‍‍`স মিট দ‌্য প্রেস‍‍` অনুষ্ঠা‌নে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে তি‌নি এ কথা ব‌লেন।

ক‌মিশনার ব‌লেন, সকল রাজ‌নৈ‌তিক দলই রাজনী‌তি কর‌ছে। কাউ‌কেই বাধা দেয়া হ‌চ্ছে না। ত‌বে দে‌শে নি‌ষিদ্ধ ঘো‌ষিত ৬‌টি রাজনৈ‌তিক দল রয়ে‌ছে। তারা কোনও কর্মসূচি কর‌তে পার‌বে না।

তিনি বলেন, থানাকে আমরা গণমুখী, সেবামুখী করতে বিভিন্ন পরিকল্পনা নিয়েছি। এগুলো ঠিকভাবে চলছে কিনা বা জনমানুষ সঠিকভাবে সেবা পাচ্ছে কিনা সে বিষয়টি আমরা মনিটরিং করছি।  

এছাড়াও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে, তারা প্রতি সপ্তাহে শুক্রবার মসজিদে জুমার নামাজ আদায়ের আগে একটি বক্তব্য দেবেন। যাতে মানুষ অপরাধ করা থেকে বিরত থাকে।

তিনি বলেন, চাকরি জীবনের ৩২ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ডিএমপির নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট থাকবো।

ট্রাফিক সমস্যা সমাধানের বিষয় কি ব্যবস্থা নেয়া হবে এমন অপর এক প্রশ্নের জবাবে নবনিযুক্ত কমিশনার বলেন, আমি দীর্ঘ দিন ডিএমপি ট্রাফিক বিভাগে কাজ করেছি। সেই সময়ে বেশ কিছু প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে তুলে ধরেছি। কিন্তু অনেক কিছুই বাস্তবায়ন হয় নি। 

কমিশনার হিসেবে আমি আবারও সেই প্রস্তাবগুলো বাস্তবায়নে কাজ করবো। দ্রুত সময়ে ট্রাফিক সমস্যা সমাধান করে ঢাকার নাগরিকদের ভোগান্তি থেকে মুক্তি দিতে কাজ করবো।

টিএইচ