সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় দণ্ডিত সাংবাদিক শফিক রেহমানের গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করা হয়েছে।
সোমবার সকালে ঢাকার অতিরিক্ত মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক শুনানি শেষে এ আদেশ দেন।
সকাল সাড়ে ১০টার দিকে আত্মসমর্পণের উদ্দেশ্যে আদালতে আসেন শফিক রেহমান। বেলা ১১টার দিকে তার মামলার শুনানি হয়।
আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানান, যেহেতু গত ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিক শফিক রেহমানের দণ্ড এক বছরের জন্য স্থগিত করেছেন। তাই এখানে জামিনের কোনো বিষয় ছিলো না। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশের কথা বলে আপিল করার জন্য সার্টিফাইড কপি চেয়েছিলাম। আদালত আবেদন মঞ্জুর করেন এবং সাজা পরোয়ানা স্থগিত করেন।
এর আগে রবিবার এ মামলায় দণ্ডিত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আত্মসমর্পণ করলে জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন একই আদালত।
টিএইচ