সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সদ্য নিয়োগপ্রাপ্ত তিন বিচারপতিকে সংর্বধনা

নিজস্ব প্রতিবেদক

সদ্য নিয়োগপ্রাপ্ত তিন বিচারপতিকে সংর্বধনা

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া তিন বিচারপতিকে সংর্বধনা দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়।

রোববার (১১ ডিসেম্বর) সকালে আপিল বিভাগের প্রধান বিচারপতির এজলাস কক্ষে তাদের সংর্বধনা দেওয়া হয়।

সুপ্রিম কোর্টের ঐতিহ্য অনুযায়ী, নতুন বিচারপতি গৌরবময় কর্মজীবন পড়ে শোনান,অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির। এরপর সংর্বধনার জবাবে আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম বক্তব্য রাখেন। এ সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আপিল বিভাগের অন্যান্য বিচারপতিবৃন্দ ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৮ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে  তিনজনকে বিচারপতিকে হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। তারা হলেন,বিচারপতি মো. আশফাকুল ইসলাম,বিচারপতি মো. জাফর সিদ্দিকী,বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম।

প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে বর্তমানে ৬ জন বিচারপতি রয়েছেন। নতুন তিনজন বিচারপতি নিয়োগের মাধ্যমে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়ালো ৯ জনে।


ইএফ