সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সাংবাদিক রোজিনার মামলার তদন্ত পিবিআইয়ের হাতে

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক রোজিনার মামলার তদন্ত পিবিআইয়ের হাতে

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে সরকারি নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগে ‘অফিসিয়াল সিক্রেটস’ আইনে করা মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে চূড়ান্ত প্রতিবেদনের বিপক্ষে মামলার বাদীর অনাস্থার (নারাজি) আবেদন মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে পিবিআইকে মামলাটি অধিকতর করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

সোমবার (২৩ জানুয়ারি) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালত নারাজির আবেদন মঞ্জুর করেন।

আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক নিজমুদ্দিন ফকির বিষয়টি জানিয়েছেন।

এর আগে, গত বছরের ৪ জুলাই রোজিনাকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী গোয়েন্দা পুলিশ। প্রতিবেদনে ঘটনার সত্যতা পায়নি বলেও উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ মে নথি সরানোর অভিযোগে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের একান্ত সচিব মো. সাইফুল ইসলাম ভূঞার কক্ষে রোজিনাকে প্রায় ৬ ঘণ্টা আটকে রাখা হয়। পরে ওই দিন রাতেই তার বিরুদ্ধে নথি চুরি ও ছবি তোলার অভিযোগ মামলা হয়।

পরে ওই বছরের ২৩ মে পাসপোর্ট জমা দেওয়ার শর্তে পাঁচ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেন আদালত।

টিএইচ