সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

সাবেক আইজিপি ও ডিবি হারুনসহ ১৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

সাবেক আইজিপি ও ডিবি হারুনসহ ১৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মো. হারুন অর রশীদসহ ১৫ পুলিশ কর্মর্তার বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে মামলার আবেদন করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে বিএনপির পক্ষ রাজধানীর পল্টন থানায় এ মামলার আবেদন করেন সাবেক পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন খান। বর্তমানে তিনি বিএনপির পুলিশ ও মামলা সংক্রান্ত নানা দিক দেখভালের দায়িত্বে আছেন।

মামলার অন্য আসামিরা হলেন- ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম, ডিএমপির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার, ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান, ডিএমপির যুগ্ম কমিশনার খন্দকার নুরন্নবী, ডিএমপির যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায়, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার দাস, ডিএমপির যুগ্ম কমিশনার মেহেদী হাসান, ডিএমপির মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান, ডিএমপির এডিসি (সোয়াট টিম) জাহিদুল ইসলাম, ডিএমপির মতিঝিল জোনের এসি গোলাম রুহানী, পল্টন মডেল থানার মো. সালাহ উদ্দিন মিয়া ও এসআই মিজানুর রহমান।

এদিকে মঙ্গলবার সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মো. হারুন অর রশীদ, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের নামে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমীর হামজা নামে এক ব্যক্তি হত্যা মামলা করেন।

এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও আসামি করা হয়।

টিএইচ