শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

হলমার্ক কেলেঙ্কারি : ১২ মার্চ যুক্তি উপস্থাপন

নিজস্ব প্রতিবেদক

হলমার্ক কেলেঙ্কারি : ১২ মার্চ যুক্তি উপস্থাপন

হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় দুদকের করা মামলায় হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদসহ ১৮ জনের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটদের  সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

তারা হলেন সাবেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কেশব রায় চৌধুরী ও সাইফুর রহমান। আগামী ১২ মার্চ যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।এরপরে মামলার প্রক্রিয়া অনুযায়ী রায় ঘোষণা করা হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী মীর আহমেদ আলী সালাম এটি নিশ্চিত করেন ।

সোমবার (৪ মার্চ) বিশেষ জজ (জেলা ও দায়রা) মোঃ আবুল কাশেম এ তারিখ ধার্য করেন। এতে দুইজন  ম্যাজিস্ট্রেট মোট তিনজনের জবানবন্দি নেন।যেখানে কেশব রায় চৌধুরী নেন দুইজনের জবানবন্দি এবং সাইফুর রহমান একজনের জবানবন্দি। 

এ মামলার আসামিরা হলেন- হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ, তাঁর স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম, তানভীরের ভায়রা ও গ্রুপের মহাব্যবস্থাপক তুষার আহমেদ। এছাড়াও আসামি রয়েছেন টি অ্যান্ড ব্রাদার্সের পরিচালক তসলিম হাসান, ম্যাক্স স্পিনিং মিলসের মালিক মীর জাকারিযা, প্যারাগন গ্রুপের এমডি সাইফুল ইসলাম রাজা, নকশী নিটের এমডি মো. আবদুল মালেক ও সাভারের হেমায়েতপুরের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জামাল উদ্দিন সরকার।

আরও রয়েছেন সোনালী ব্যাংকের হোটেল শেরাটন বা রূপসী বাংলা শাখার সহকারী উপ-মহাব্যবস্থাপক মো. সাইফুল হাসান, নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন ও সোনালী ব্যাংক ধানমন্ডি শাখার জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নেসা মেরি। সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের জিএম অফিসের জিএম ননী গোপাল নাথ ও মীর মহিদুর রহমান, প্রধান কার্যালয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, ডিএমডি মাইনুল হক, উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শেখ আলতাফ হোসেন ও সফিজউদ্দিন এবং এজিএম মো. কামরুল হোসেন খান।

এরইমধ্যে আসামি জামাল উদ্দিন সরকার, আলতাফ হোসেন জামিনে রয়েছেন। এছাড়া সাইফুল, মতিন, হুমায়ুন, গোপাল নাথ, তসলিম, সাইফুল, মেরী ও জাকারিয়া পলাতক রয়েছেন।

টিএইচ