বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

৩ দিনের রিমান্ডে ফারুক-মানিক-সৈকতসহ ৪ জন

নিজস্ব প্রতিবেদক

৩ দিনের রিমান্ডে ফারুক-মানিক-সৈকতসহ ৪ জন

রাজধানীর ধানমন্ডি থানায় ছাত্র শামীম হত্যা মামলায় সাবেক বিমানমন্ত্রী লে. কর্নেল (অব) ফারুক খান, নিষিদ্ধ ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সৈকত, সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন আদালতের বিচারক এ রায় ঘোষণা করেছেন।  

এর আগে শামীম মামলায় আসামিদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে শুনানিতে শুনানিতে জানানো হয়, আসামিদের সরাসরি ইন্ধনে হত্যাকাণ্ড সংঘটিত হয়। তদন্তের স্বার্থে এবং রহস্য উদঘাটনসহ আরও কারা কারা জড়িত জানতে রিমান্ডের প্রয়োজন।

আসামি পক্ষের আইনজীবী জানান, আসামিদের বিরুদ্ধে হত্যার সুনির্দিষ্ট অভিযোগ নেই। ৫ আগস্ট দুপুরে সরকারের পতন হলে বিকেল ৫টায় কিভাবে হত্যা সংঘটিত হয়। ময়নাতদন্ত না হওয়া ও হত্যার ১ মাস পর মামলা হওয়ার বিষয়টি আদালতে তুলে ধরা হয়।  

এছাড়া সাদেক খান, সাবেক কাউন্সিলর মানিক আওয়ামী লীগের কেউ নন বলেও শুনানিতে উল্লেখ করেন তাদের আইনজীবী।

এ সয়ম রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামিদের স্বৈরাচারের দোসর উল্লেখ করে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

টিএইচ