বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

অধস্তন আদালতের ৪১ বিচারকের পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক

অধস্তন আদালতের ৪১ বিচারকের পদোন্নতি

দেশের অধস্তন আদালতের ৪১ জন বিচারকের পদোন্নতি হয়েছে। এর মধ্যে দুইজন অতিরিক্ত জেলা ও দায়রা জজ থেকে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়েছেন। বাকি ৩৯ জন সিনিয়র সহকারী জজ থেকে পদোন্নতি পেয়ে যুগ্ম জেলা ও দায়রা জজ হয়েছেন।

রাষ্ট্রপতির আদেশে সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-৩) থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভুঁইয়ার সই করা প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে জুডিসিয়াল সার্ভিসের এসব কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত বিচারকগণ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬ বেতনক্রম অনুসারে বেতন পাবেন। সেই সাথে তাদেরকে পদোন্নতি পূর্বক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে নিয়োগ/বদলি করা হয়েছে।

টিএইচ