বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

আটক জঙ্গিদের নিয়ে মৌলভীবাজারে সিটিটিসির অভিযান

নিজস্ব প্রতিবেদক

আটক জঙ্গিদের নিয়ে মৌলভীবাজারে সিটিটিসির অভিযান

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে জঙ্গি সন্দেহে সোমবার (১৪ আগস্ট) আরও ১৭ জন নারী ও পুরুষকে আটক করেছেন স্থানীয় জনতা।

গতকালের আটক ১৭ জনের দেখানো মতে তাদের আস্তানা মৌলভীবাজারে কুলাউড়া থানায় দুর্গম কালাপাহাড় এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর পৌনে ১২টা থেকে অভিযান শুরু করে সিটিটিসি। বিষয়টি নিশ্চিত করেছেন সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান।

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান সোমবার প্রেস ব্রিফিংয়ে বলেন, কুলাউড়ার কর্মধা থেকে আটক ১৭ জঙ্গি সদস্যদের সঙ্গে নিয়ে পাহাড়ের নির্জন স্থানে জঙ্গিদের নতুন আস্তানায় অভিযান পরিচালনা করবে সিটিটিসি।

তিনি আরও বলেন, আটক জঙ্গি সদস্যদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এর মধ্যে একজন চিকিৎসক ও চীনে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুইজন ইঞ্জিনিয়ার রয়েছেন।

টিএইচ