বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

‘ঈদে ঢাকার নিরাপত্তায় প্রস্তুত ডিএমপি’

নিজস্ব প্রতিবেদক

‘ঈদে ঢাকার নিরাপত্তায় প্রস্তুত ডিএমপি’

ঈদে মার্কেটে কেনা-কাটা করতে আসা ক্রেতা ও ঈদ যাত্রায় ঢাকা ছাড়া মানুষদের সার্বিক নিরাপত্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সে ঈদ বাজার পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ঈদ উপলক্ষ্যে কেনা-কাটা করতে আসা মানুষ ও বিক্রেতাদের নিরাপত্তায় প্রতিটি মার্কেটে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে। ঈদকে কেন্দ্র করে চুরি-ছিনতাই রোধে গোয়েন্দা পুলিশও মোতায়েন  রয়েছে বলে জানান তিনি।

ঈদকে কেন্দ্র দেড় কোটির বেশি মানুষ ঢাকা ছাড়বে বলে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, মানুষের যাতায়াত ও ঈদের সময় ফাঁকা ঢাকার নিরাপত্তায় প্রতিবছরের ন্যায় এবারও ডিএমপির বিশেষ টিম টহলে থাকবে। তবে মূল্যবান মালামালের বিষয় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

টিএইচ