বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

এএসপি হলেন ৪৫ পুলিশ পরিদর্শক

নিজস্ব প্রতিবেদক

এএসপি হলেন ৪৫ পুলিশ পরিদর্শক

৪৫ কর্মকর্তাকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতি দেওয়ায় তারা বিসিএস-পুলিশ ক্যাডার সমমর্যাদা পেল।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে এ সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে এসব প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মাহাবুর রহমান শেখ।

সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ২২ জন নিরস্ত্র পরিদর্শক, চারজন শহর ও যানবাহন পরিদর্শক এবং ১৯ জন সশস্ত্র পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে।

টিএইচ