বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post
এমপি আনার হত্যা

গ্যাস বাবুকে আবারও রিমান্ডে চায় ডিবি

নিজস্ব প্রতিবেদক

গ্যাস বাবুকে আবারও রিমান্ডে চায় ডিবি

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারকে খুনের উদ্দেশ্য অপহরণের মামলায় আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এ মামলায় ডিবি পুলিশ আবারও তাকে ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে।

সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, গত ৯ জুন আদালত আসামি বাবুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে রিমান্ড চলাকালীন আসামি বাবু স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৪ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। ঐদিন জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

টিএইচ