মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১
The Daily Post

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাসের রায় বহাল

নিজস্ব প্রতিবেদক

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার খালাসের রায় বহাল

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খালাসের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, ২০২৩ সালের ২৭ নভেম্বর হাইকোর্টের রায়ে খালেদা জিয়ার সাত বছরের কারাদণ্ড বাতিল করা হয়। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করেছিল রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২০১৮ সালের অক্টোবরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিশেষ জজ আদালত খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর একে একে সব মামলায় আইনি প্রক্রিয়ায় খালাস পান বিএনপি চেয়ারপারসন।

টিএইচ